এনসিপি নিলে ডোনেশন, বিএনপি নিলে চাঁদা, জামায়াতের দখলও হয় পুনরুদ্ধার: বুলু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ৩৬
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ৩৬

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি চাঁদা নেয় তাহলে এটা ডোনেশন হয়ে যায়। আর জামায়াতের অটোমেটিক্যালি বিভিন্ন ব্যাংক, বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছেন ওইটা নাকি পুনরুদ্ধার করেছে‌। আর বিএনপি যদি ১০ টাকা নেয় এটা হলো চাঁদা।

বিজ্ঞাপন

সোমবার ২৫ আগস্ট সকালে কুমিল্লা কান্দিরপাড় টাউনহল মাঠে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে বিএনপি। দেশ ও নির্বাচনের ট্রেনে উঠে গেছে। নির্বাচনের ট্রেন থেকে দেশকে কেউ নামাতে পারবে না। এজন্যই সেনাবাহিনী বলেছে আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত সরকার ছাড়া কোনো উন্নয়ন হবে না। বিদেশি বিনিয়োগ আসবে না। শেখ হাসিনা ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এসব টাকা আনতে হলে নির্বাচিত সরকার দরকার।

তিনি আরো বলেন, ‘ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। অনেক হাইব্রিড নেতা বিএনপিতে আসতে চায়‌। তাদেরকে বলতে চাই‌। ছয় বছর অপেক্ষা করুন। তারপর নেতৃত্বে আসবেন। আপাতত পেছনের সারিতে বসে থাকেন। আর যারা হাইব্রিড নেতাদের নেতৃত্বের সুযোগ করে দিবেন। তাদের দলীয় পদ থাকবে না। তাদের দায় নিতে হবে।

ডাকসু নির্বাচন নিয়ে বরকতউল্লাহ বুলু বলেন, কুমিল্লার কৃতী সন্তান আদিবুল ইসলাম খাঁনকে ভিপি নির্বাচিত করতে হবে। বৃহত্তর কুমিল্লার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন, তারা ছাত্রদল মনোনীত প্রার্থী আদিবুল ইসলাম খাঁনকে নির্বাচিত করবেন।

পিআর পদ্ধতি নিয়ে বরকতউল্লা বুলু বলেন, পিআর খায় না-পিআর গায়ে মাখে? এ পদ্ধতি জনগণ আর মানে না, জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। কিছু ধর্ম ব্যবসায়ী পিআর নিয়ে এসেছেন। গণতন্ত্রের আঁতুড় ঘর ভারতের মানুষ পিআর বুঝে না। পিআরকে উদ্দেশ করে যারা নির্বাচন বিলম্ব করতে চান, ভণ্ডুল করতে চান, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, যারা বলেন বিএনপি প্রশাসন দখল করে আছে, তাদের উদ্দেশে বলতে চাই কারা প্রশাসন দখল করেছেন তা জনগণ জানে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে সদস্য সচিব সফিউল আলম রায়হানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।

সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস সভাপতি পদে রেজাউল কাইয়ুম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে নাম ঘোষণা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত