ছাত্রদের কৃতিত্ব অস্বীকার করা যাবে না: তানিয়া রব

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৭: ৩৩

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের আত্মত্যাগ কোনোভাবেই অর্থহীন হতে পারে না। এই আন্দোলনের কৃতিত্ব দলীয় নয়, বরং ছাত্র-জনতার। এই কৃতিত্ব সম্পূর্ণভাবে ছাত্রদেরই দিতে হবে, তারা যত ভুলই করুক না কেন।

বুধবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেএসডি লক্ষ্মীপুর শাখা এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা না যায়, তাহলে এই আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে? তারা তো বৈষম্যের বিরুদ্ধে মুক্তির জন্যই লড়াই করেছিল।” তিনি জোর দিয়ে বলেন, এই অর্জন কোনো নির্দিষ্ট দলের নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত সংগ্রাম।

তিনি আরও বলেন, গত ২০১৪ সাল থেকে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটাররা জানে না কীভাবে ব্যালটে সিল মারতে হয়, যা গণতন্ত্রের জন্য একটি অশনিসংকেত। তাই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারও জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এবং জেএসডি নেতা প্রফেসর মনসুর হক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত