পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায় মেম্বার ও ছেলে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২০: ৪৮

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদল গ্রামের বসতঘরের ছাদে শুকানোর সময় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে দৌড়ে পালিয়ে যায়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নে এই অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. কাউছার (৩০) নামে এক যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।

পরে তার দেয়া তথ্যে ইউপি সদস্য শশীদল গ্রামের নুরুল ইসলামের বসতঘরের বিল্ডিংয়ের ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানোর সময় আরো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন। ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত