কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদল গ্রামের বসতঘরের ছাদে শুকানোর সময় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে দৌড়ে পালিয়ে যায়।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নে এই অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. কাউছার (৩০) নামে এক যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।
পরে তার দেয়া তথ্যে ইউপি সদস্য শশীদল গ্রামের নুরুল ইসলামের বসতঘরের বিল্ডিংয়ের ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানোর সময় আরো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন। ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদল গ্রামের বসতঘরের ছাদে শুকানোর সময় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে দৌড়ে পালিয়ে যায়।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নে এই অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. কাউছার (৩০) নামে এক যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।
পরে তার দেয়া তথ্যে ইউপি সদস্য শশীদল গ্রামের নুরুল ইসলামের বসতঘরের বিল্ডিংয়ের ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানোর সময় আরো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন। ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে