পরশুরামে প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্বে জহির-রুমি

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩২

ফেনীর পরশুরামে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনু্ষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জহির-কামাল প্যানেলের জহির উদ্দিন মজুমদার টিপু ১৬৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে বিশাদ-রুমি প্যানেলের ওয়াসি আযম রুমি ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে শিক্ষকদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯টা -দুপুর ১ টা পর্যন্ত পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মেহেরুল আলম বিশাদ ১২৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন ১৪১ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

দুটি প্যানেলে বিভক্ত হয়ে ৭টি পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন ভোটারের মধ্যে ২৯৩ জন ভোট দিয়েছেন। ভোট পড়েছে প্রায় ৯৮ শতাংশ।

সূত্রে জানা গেছে, নির্বাচনে জহির-কামাল প্যানেল ও বিশাদ-রুমি প্যানেল থেকে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্ব করেছেন। জহির-কামাল প্যানেলের সভাপতি, সাংগঠনিক সম্পাদক মহিলা বিষয়ক সম্পাদকসহ ৩ প্রার্থী ও বিশাদ- রুমি প্যানেল থেকে সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৪ প্রার্থী জয়লাভ করেছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুবুল হক ১৪৬ ভোট, অর্থ সম্পাদক ফোরকান হোসেন ১৫৬ ভোট, তৌহিদুল ইসলাম চৌধুরী ১৬০ ভোট, প্রচার সম্পাদক জিকু কুমার নাথ ১৬৩ ভোট ও মহিলা বিষয়ক সম্পাদক পদে মমতা আফরিন মজুমদার ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দপ্তর সম্পাদক পদে কায়েস বিন মাহমুদ ১৩৫ ভোট, অর্থ সম্পাদক পদে মুন্সী নুরুল করিম ১২৭ ভোট, প্রচার সম্পাদক পদে নিরঞ্জন মজুমদার ১২৬ ভোট ও মহিলা বিষয়ক সম্পাদক পদে সাফিয়া আক্তার ১৩৭ ভোট পেয়েছেন।

‎জানা গেছে, আগামী চার বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করবে। নির্বাচিত কমিটি সকলের সাথে পরামর্শ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন। তিনি জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ করা হয়েছে।

‎জানা গেছে, ‎২০০৯ সালের পর পরশুরামে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৮ সালে সিলেকশনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।দীর্ঘদিন পর সমিতির ভোট হওয়ায় শিক্ষক-শিক্ষিকারা সন্তোষ প্রকাশ করেন।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াসি আজম রুমি বলেন, দীর্ঘদিন পর শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। সবাই একসাথে কাজ করে শিক্ষক সমিতিকে ঢেলে সাজাবো।

‎নবনির্বাচিত সভাপতি জহির উদ্দিন মজুমদার টিপু বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। সকল ভেদাভেদ ভুলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত