জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা থেকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় সজিব হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার পর সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজের ছয়দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে বুধবার (৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সজিব হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সজিব চিকিৎসার উদ্দেশ্যে কুমিল্লা শহরে যান। সেদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তার আর কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এরপর অজ্ঞাত এক নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবার অর্থ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যা করে লাশ কক্সবাজারের সমুদ্রসৈকতে ফেলে দেয়।
৬ আগস্ট বিকেলে ইনানী সমুদ্র সৈকতের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশটির পরিচয় নিশ্চিত করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “মুক্তিপণের উদ্দেশ্যে সজিবকে অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
কুমিল্লা থেকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় সজিব হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার পর সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজের ছয়দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে বুধবার (৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সজিব হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সজিব চিকিৎসার উদ্দেশ্যে কুমিল্লা শহরে যান। সেদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তার আর কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এরপর অজ্ঞাত এক নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবার অর্থ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যা করে লাশ কক্সবাজারের সমুদ্রসৈকতে ফেলে দেয়।
৬ আগস্ট বিকেলে ইনানী সমুদ্র সৈকতের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশটির পরিচয় নিশ্চিত করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “মুক্তিপণের উদ্দেশ্যে সজিবকে অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪০ মিনিট আগে