মেরামতের কাজ চলছে কর্ণফুলী টানেলে, স্বাভাবিক থাকবে যানচলাচল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৬: ৩২

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের টানেলের একটি টিউবে যন্ত্রাংশ মেরামতের কাজ চলমান রয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত চার দিনব্যাপী এই কাজ চলবে।

বিজ্ঞাপন

রোববার রাত ১০টা থেকে টানেলের দক্ষিণ পাশের টিউবে মেরামত কাজ শুরু করেন প্রকৌশলী ও শ্রমিকরা। এ সময়ে যান চলাচল চালু থাকবে টানেলের উত্তর পাশের টিউবে। তবে উভয় দিনে টিউব দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারবে।

কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানিয়েছেন, জনসাধারণের ভোগান্তি কমাতে কাজ রাতের বেলায় করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেলের দুটি টিউব পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। নদীর তলদেশ থেকে ১৮ থেকে ৩১ মিটার গভীরে নির্মিত এই টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত