চট্টগ্রাম ব্যুরো
গৃহায়ন-গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আজ থেকে এক বছর আগে দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাস রচনা করছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্নপূরণ অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। কিন্তু এই অঙ্গীকার বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়।
তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে চট্টগ্রামের বিএসটিআই মিলনায়তনে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত অত্যাধুনিক ল্যাব ও ১০ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিনিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বন্দরের কারণে চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় অর্থনীতির লাইফ লাইন। আর এই লাইফ লাইন সুস্থ রাখতে বিএসটিআইয়ের মতো প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আধুনিক ল্যাব ও ভবন স্থাপন জরুরি হয়ে পড়ে। এখন থেকে যে কোনো পণ্যের মান নিয়ন্ত্রণ পরীক্ষা আরো দ্রুত সময়ের মধ্যে হবে।
পড়ে আধুনিক ভবনের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ শান্তর মা। তিনি বলেন, শান্তর মতো হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। সাম্য ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই হাজারো শহীদের বিদেহী আত্মা শান্তি পাবে।
শিল্প সচিব ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।
গৃহায়ন-গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আজ থেকে এক বছর আগে দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাস রচনা করছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্নপূরণ অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। কিন্তু এই অঙ্গীকার বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়।
তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে চট্টগ্রামের বিএসটিআই মিলনায়তনে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত অত্যাধুনিক ল্যাব ও ১০ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিনিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বন্দরের কারণে চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় অর্থনীতির লাইফ লাইন। আর এই লাইফ লাইন সুস্থ রাখতে বিএসটিআইয়ের মতো প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আধুনিক ল্যাব ও ভবন স্থাপন জরুরি হয়ে পড়ে। এখন থেকে যে কোনো পণ্যের মান নিয়ন্ত্রণ পরীক্ষা আরো দ্রুত সময়ের মধ্যে হবে।
পড়ে আধুনিক ভবনের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ শান্তর মা। তিনি বলেন, শান্তর মতো হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। সাম্য ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই হাজারো শহীদের বিদেহী আত্মা শান্তি পাবে।
শিল্প সচিব ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪০ মিনিট আগে