আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই শহীদদের স্বপ্নপূরণে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
জুলাই শহীদদের স্বপ্নপূরণে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা

গৃহায়ন-গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আজ থেকে এক বছর আগে দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাস রচনা করছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্নপূরণ অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। কিন্তু এই অঙ্গীকার বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়।

বিজ্ঞাপন

তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে চট্টগ্রামের বিএসটিআই মিলনায়তনে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত অত্যাধুনিক ল্যাব ও ১০ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিনিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বন্দরের কারণে চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় অর্থনীতির লাইফ লাইন। আর এই লাইফ লাইন সুস্থ রাখতে বিএসটিআইয়ের মতো প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আধুনিক ল্যাব ও ভবন স্থাপন জরুরি হয়ে পড়ে। এখন থেকে যে কোনো পণ্যের মান নিয়ন্ত্রণ পরীক্ষা আরো দ্রুত সময়ের মধ্যে হবে।

পড়ে আধুনিক ভবনের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ শান্তর মা। তিনি বলেন, শান্তর মতো হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। সাম্য ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই হাজারো শহীদের বিদেহী আত্মা শান্তি পাবে।

শিল্প সচিব ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন