আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রায়পুর বণিক সমিতির নির্বাচন, সাংবাদিকদের ভোটকক্ষে ঢুকতে বাধা

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

রায়পুর বণিক সমিতির নির্বাচন, সাংবাদিকদের ভোটকক্ষে ঢুকতে বাধা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বণিক সমিতির নির্বাচনে সাংবাদিকদের ভোটকক্ষে ঢুকতে দেননি উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন। তিনি সরাসরি বাধা দিয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে উপজেলা নির্বাচনে দায়িত্বে থাকা অবস্থায় আওয়ামী লীগের পক্ষ হয়ে অনেক সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণের কার্ড দেয়নি এই ইউএনও।

বিজ্ঞাপন

‎চার দশক পরে ৫ জুলাই সকাল দশটায় রায়পুর সরকারি মার্চেন্ট অ্যাকাডেমির ক্লাস রুমে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলায় কর্তব্যরত মিডিয়াকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলে ভোটকক্ষে ঢুকতে বাধা দিয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন বলেন, "প্রার্থীদের নিষেধাজ্ঞা থাকায় ভোটকক্ষে যাওয়া যাবে না। সাংবাদিকরা ভোটকক্ষের বাইরে থেকে ফুটেজ নিতে পারবেন।”

ভোটকক্ষে ঢুকতে বাধা দেয়ার বিষয়ে আইনি কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে চলে যান উপজেলা নির্বাহী অফিসার।

‎সাংবাদিকদের ভোটকক্ষে ঢুকতে বাধা দেয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, "সাংবাদিকরা আমার কাছে মোবাইল এবং ক্যামেরা জমা দিয়ে ভোটকক্ষে গিয়ে দেখে আসতে পারেন। মোবাইল, ক্যামেরা নিয়ে কোনোভাবেই ভিতরে যাওয়া যাবে না।"

‎‎সাংবাদিকদের ভোটকক্ষে ঢুকতে নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করে সভাপতি প্রার্থী ইব্রাহিম খাঁন বলেন, সাংবাদিকদের ভিতরে ঢুকতে প্রার্থীদের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ দেয়া হয়নি।"

‎ভোটকক্ষে ঢুকতে বাধা দেয়ার বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মুঠোফোনে বলেন, "এটা স্থানীয় নির্বাচন। বিধিনিষেধের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে কল দিয়ে জেনে জানাচ্ছি।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন