আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা পেলেন ২৫ নারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৯: ৫৭
আপডেট : ১১ মার্চ ২০২৫, ২০: ০১

ক্ষতিগ্রস্ত ২৫ জন বিধবা নারীকে স্বাবলম্বী করার জন্য ৭৫টি ছাগল উপহার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রত্যেক উপকারভোগীকে তিনটি করে মোট ৭৫টি ছাগল উপহার দেওয়া হয়েছে।

আস-সুন্নাহ সূত্রে জানা যায়, এ প্রকল্পে প্রত্যেক বিধবা পেয়েছেন ৩ টি করে ছাগল (২ টি মাদী, ১ টি খাসী)। সাশ্রয়ী মূল্য ও মান নিশ্চিত করতে আমরা ছাগলগুলো সংগ্রহ করেছি ময়মনসিংহের ভালুকার কয়েকটি গ্রাম থেকে। যেখানকার খামারিরা বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই)-এর সরাসরি তত্ত্বাবধান ও পরামর্শে ছাগলগুলো প্রতিপালন করেছেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্পের উপকরণসমূহ যাকাতের অর্থ থেকে প্রদান করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত