আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বেলাবো, (নরসিংদী)
বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীর বেলাবো উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ পরিচালনার সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন কমলকে গ্রেপ্তার করেন বেলাবো থানা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তার নিজ বাড়ি পাটুলি ইউনিয়নের সুটুরিয়া গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনা করা হয়।

বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্ৰেপ্তারকৃত আসামি মো. সাব্বির আহমেদ কমল সন্ত্রাস দমন আইনের মামলায় সংশ্লিষ্টতা থাকায় বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন