নিখোঁজের চারদিন পর প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বড়িচং (কুমিল্লা)
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫: ১৯

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউপির দক্ষিণগ্রামে নিখোঁজের চারদিন পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফেরদৌসী বেগম নয়ন (৫২) রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়াস্থ সৌদি প্রবাসী শামসুল আলমের স্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টায় স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে বস্তাবন্দি এ লাশ দেখতে পায়। পরে বুড়িচং থানা পুলিশকে খবর দেন তারা। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বাড়ির অদূরে লেবু সংগ্রহের জন্য বাগানে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে বিভিন্ন স্থানে খোঁজ করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার তার লাশ লেবু বাগানের পাশে দেবর আলমগীর হোসেনের মুরগির ফার্মের পাশের সেপটিক ট্যাংকির ভেতরে বস্তবন্দি অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

নিহতের ছেলে সাইপ্রাস প্রবাসী ইকরামুলসহ পরিবারের সদস্যদের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তায় ভরে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও, স্বজনদের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ভিকটিমের স্বজনরা। ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। উক্ত ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত