চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৭: ৫০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গত বুধবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলার আটটি হাসপাতাল ও ল্যাবে ১২৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবের পরীক্ষায় ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের পরীক্ষায় একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় দুজন, মেট্রোপলিটন হাসপাতালে ২০ জনের পরীক্ষায় একজন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ছয়জনই নগরীর বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে চলতি মাসে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সাতজন জেলার বাসিন্দা। এর মধ্যে একটি শিশু, ২৩ নারী ও ২৬ জন পুরুষ আক্রান্ত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত