মেঘনার ভাঙন আতঙ্কে চাতলপাড়বাসী

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৮: ১০

প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে মেঘনার ভাঙন। এতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলের পাড়ের মানুষের কষ্টের শেষ নেই। ইতোমধ্যে মেঘনার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে শতাধিক পরিবার।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দার আসাব মিয়া বলেন, গত ৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে ক্ষতিগ্রস্ত হবে এলাকাবাসী।

সোমবার (২৬ মে) সকাল ১১টায় নদী ভাঙন পরিদর্শনে আসেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনা নাছরিন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি বর্গ।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকেই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।

নাসিরনগর নির্বাহী অফিসার শাহীনা নাছরিন দৈনিক আমার দেশকে বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি, জনস্বার্থে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত