
জমির উদ্দিন ও ওসমান জাহাঙ্গীর, চমেক

চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে অসহায় এক বাবা। পাশে ছেলের নিথর দেহ। কাঁপা গলায় মোহাম্মদ আলম বললেন, আমার ছেলেটারে সাইলেন্ট গুলিতে মেরেছে তার। শব্দও হইলো না। গাজী সিরাজের আদেশে তার লোক বোরহানরা গুলি করছে। আমার ছেলেটা শুধু বলছিল, স্বৈরাচারের দোসরদের পোস্টার সরাও, এই অপরাধেই ওরে মেরে ফেললো।
চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় স্বৈরাচারের দোসরদের পোস্টার সরাতে বলায় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন (২৩)। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত সাজ্জাদ (২৩) মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাশার গ্রুপের কর্মী ছিলেন। বাকলিয়া এক্সেস রোড এলাকায় তাদের বাড়ি
সাজ্জাদের বড় ভাই মো. হানিফ বলেন, যারা হত্যায় অংশ নিয়েছে তারা সবাই গাজী সিরাজের গ্রুপের লোক। ভাইয়াকে টার্গেট করেই ডেকে নেয়। একটু পরেই খবর পাই ওরে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার পর ডাক্তার জানায়, ও তো আগেই মারা গেছে।
তিনি আরও বলেন, ওরা এমন অস্ত্র ব্যবহার করছে যেটাতে শব্দই হয় না। সাইলেন্ট বা সাপ্রেসড গান দিয়ে গুলি করেছে। দোকানের লোকজনও বুঝে নাই গুলি হয়েছে।
বাকলিয়া এক্সেস রোড এলাকার আবুল কাশেম নামে এক দোকানি বলেন, রাত তখন ২টা। হঠাৎ দেখি কয়েকটা মোটরসাইকেল। মারামারি। কয়েকজন সাজ্জাদের সঙ্গে কথা বলে। হঠাৎ একটা ‘টিক’ শব্দ, তারপর দেখি ও মাটিতে লুটিয়ে পড়ল। আমরা ভেবেছিলাম পাথর পড়েছে। পরে দেখি বুকে গুলির চিহ্ন।
এদিকে পুলিশ বলছে, ঘটনাটি রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দুই যুবদল গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হতে পারে।
সাপ্রেসড অস্ত্র কীভাবে কাজ করে
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাইলেন্ট গান বা সাপ্রেসড ফায়ারআর্ম (Suppressed Firearm) এমন এক ধরনের আগ্নেয়াস্ত্র, যাতে সাইলেন্সার বা সাপ্রেসর নামের একটি বিশেষ যন্ত্র যুক্ত থাকে। এটি গুলির শব্দ ও ফ্ল্যাশ দমন করে ফলে খুব কাছে থেকেও বোঝা যায় না যে গুলি ছোড়া হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল হক বলেন, সাপ্রেসড অস্ত্র সাধারণত গুপ্তহত্যা বা টার্গেট কিলিংয়ে ব্যবহৃত হয়। এতে শব্দ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমানো যায়। হত্যাকারীরা কাছ থেকে গুলি করলেও আশপাশের কেউ টের পায় না। বাংলাদেশে এটি বৈধ নয়, তবে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে কিছু সাইলেন্সার যুক্ত পিস্তল ঢোকে বলে রিপোর্টে উল্লেখ আছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের মতো শহরে সাপ্রেসড অস্ত্রের ব্যবহার নিরাপত্তার জন্য নতুন হুমকি। এই অস্ত্রের উৎস ও প্রবাহ শনাক্ত করা এখনই জরুরি।
হাসপাতালের বারান্দায় বসে মোহাম্মদ আলম ফুপিয়ে কাঁদছিলেন। আর বলছিলেন, আমার ছেলেটা রাজনীতি করতো, কিন্তু কারও ক্ষতি করেনি। যারা সাপ্রেসড গুলিতে ওরে মেরেছে, আল্লাহ যেন বিচার করেন। আমি ওদের ফাঁসি চাই।

চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে অসহায় এক বাবা। পাশে ছেলের নিথর দেহ। কাঁপা গলায় মোহাম্মদ আলম বললেন, আমার ছেলেটারে সাইলেন্ট গুলিতে মেরেছে তার। শব্দও হইলো না। গাজী সিরাজের আদেশে তার লোক বোরহানরা গুলি করছে। আমার ছেলেটা শুধু বলছিল, স্বৈরাচারের দোসরদের পোস্টার সরাও, এই অপরাধেই ওরে মেরে ফেললো।
চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় স্বৈরাচারের দোসরদের পোস্টার সরাতে বলায় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন (২৩)। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত সাজ্জাদ (২৩) মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাশার গ্রুপের কর্মী ছিলেন। বাকলিয়া এক্সেস রোড এলাকায় তাদের বাড়ি
সাজ্জাদের বড় ভাই মো. হানিফ বলেন, যারা হত্যায় অংশ নিয়েছে তারা সবাই গাজী সিরাজের গ্রুপের লোক। ভাইয়াকে টার্গেট করেই ডেকে নেয়। একটু পরেই খবর পাই ওরে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার পর ডাক্তার জানায়, ও তো আগেই মারা গেছে।
তিনি আরও বলেন, ওরা এমন অস্ত্র ব্যবহার করছে যেটাতে শব্দই হয় না। সাইলেন্ট বা সাপ্রেসড গান দিয়ে গুলি করেছে। দোকানের লোকজনও বুঝে নাই গুলি হয়েছে।
বাকলিয়া এক্সেস রোড এলাকার আবুল কাশেম নামে এক দোকানি বলেন, রাত তখন ২টা। হঠাৎ দেখি কয়েকটা মোটরসাইকেল। মারামারি। কয়েকজন সাজ্জাদের সঙ্গে কথা বলে। হঠাৎ একটা ‘টিক’ শব্দ, তারপর দেখি ও মাটিতে লুটিয়ে পড়ল। আমরা ভেবেছিলাম পাথর পড়েছে। পরে দেখি বুকে গুলির চিহ্ন।
এদিকে পুলিশ বলছে, ঘটনাটি রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দুই যুবদল গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হতে পারে।
সাপ্রেসড অস্ত্র কীভাবে কাজ করে
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাইলেন্ট গান বা সাপ্রেসড ফায়ারআর্ম (Suppressed Firearm) এমন এক ধরনের আগ্নেয়াস্ত্র, যাতে সাইলেন্সার বা সাপ্রেসর নামের একটি বিশেষ যন্ত্র যুক্ত থাকে। এটি গুলির শব্দ ও ফ্ল্যাশ দমন করে ফলে খুব কাছে থেকেও বোঝা যায় না যে গুলি ছোড়া হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল হক বলেন, সাপ্রেসড অস্ত্র সাধারণত গুপ্তহত্যা বা টার্গেট কিলিংয়ে ব্যবহৃত হয়। এতে শব্দ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমানো যায়। হত্যাকারীরা কাছ থেকে গুলি করলেও আশপাশের কেউ টের পায় না। বাংলাদেশে এটি বৈধ নয়, তবে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে কিছু সাইলেন্সার যুক্ত পিস্তল ঢোকে বলে রিপোর্টে উল্লেখ আছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের মতো শহরে সাপ্রেসড অস্ত্রের ব্যবহার নিরাপত্তার জন্য নতুন হুমকি। এই অস্ত্রের উৎস ও প্রবাহ শনাক্ত করা এখনই জরুরি।
হাসপাতালের বারান্দায় বসে মোহাম্মদ আলম ফুপিয়ে কাঁদছিলেন। আর বলছিলেন, আমার ছেলেটা রাজনীতি করতো, কিন্তু কারও ক্ষতি করেনি। যারা সাপ্রেসড গুলিতে ওরে মেরেছে, আল্লাহ যেন বিচার করেন। আমি ওদের ফাঁসি চাই।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোলপ্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
৩৩ মিনিট আগে
এদিকে ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে বিগত সরকারের জারি করা প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ভৈরবে নদীপথ অবরোধ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র-জনতা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
১ ঘণ্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দৌলতপুর বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে দৌলতপুর গ্রামের উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় স্থানীয় এক বাড়ির ধান রাখার গোলাঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমানকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুস্তারি মারুফ শাহরিয়ার বলেন, আটক তরী বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভয়নগরে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
২ ঘণ্টা আগে