সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা

বিপ্লব সিকদার, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১২: ০৪
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২: ১১

মায়ের চেয়ে বহুল উচ্চারিত শব্দ আর নেই। জন্মের পর, চোখ খোলার পর যে মানুষটিকে প্রথম দেখে শিশু, সেই মানুষটি মা। পৃথিবীর যেকোনো দেশে যেকোনো ভাষায় শিশু প্রথম উচ্চারণ করে ‘ম’ শব্দটি। ‘ম’ থেকে মা।

বিজ্ঞাপন

জ্ঞানেন্দ্রমোহন দাস তার বিখ্যাত ‘বাঙ্গালা ভাষার অভিধান’ গ্রন্থে ‘মা’ শব্দের ব্যাখ্যা করেছেন ‘সকল জাতির ভাষার আনুকৃত’। মা-হারা এক গ্রাম্য কিশোরী গভীর জ্যোৎস্না রাতে মায়ের জন্য কাঁদে আর গায়, ‘মাগো তোমার মতো নেয় না কেহ আমায় বুকে টানি’ আঁচল দিয়া মোছায় না কেউ আমার চোখের পানি’ হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।

মমতাময়ী মায়েরা সন্তানের জন্য কি করতে পারেন তার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মোসা. খুকি আক্তার। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করতে যাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, মো. সাইফুল ইসলাম (২৬) এক দরিদ্র পরিবারের সন্তান। তিন ভাইবোনের মধ্যে সাইফুল দ্বিতীয় এবং তার একটি আড়াই বছরের ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। কিন্তু এক বছর ধরে কিডনি রোগে ভুগে দুর্বিষহ জীবন যাপন করছেন তিনি। তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা খরচ হতো, যা সামলানো ছিল পরিবারের জন্য প্রায় অসম্ভব। তবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তার আত্মীয়স্বজন ও মেঘনাবাসী। সবার সহযোগিতায় সাইফুল এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন। কিন্তু তার কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর কোনো পথ নেই।

সন্তানের জীবন বাঁচাতে সাইফুলের মা মোসা. খুকি আক্তার এগিয়ে এসেছেন। তিনি তার ছেলেকে নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন। এই সাহসিক ও ভালোবাসার কাহিনি হৃদয় ছুঁয়ে দিয়েছে পুরো মেঘনা অঞ্চলের মানুষকে।

পরিবার সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে হবে সাইফুলের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। তবে এর আগে মঙ্গলবার বিকালে মা-ছেলে দুজনই হাসপাতালে ভর্তি হয়েছেন।

অস্ত্রোপচারের সময় প্রয়োজন হবে প্রায় পাঁচ ব্যাগ রক্ত। সাইফুলের রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। মায়ের ভালোবাসা আর মেঘনাবাসীর সহযোগিতা যেন সাইফুলের জীবনে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। তবে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং সাইফুলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত