বিজিবির তত্ত্বাবধানে প্রত্যাবাসন

মিয়ানমারে ফিরে গেল ১৫ তঞ্চঙ্গ্যা পরিবার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২০: ৩২

বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়ার পর স্বেচ্ছায় মাতৃভূমি মিয়ানমারে ফিরে গেছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ১৫ পরিবার। ৩৪ বিজিবির তত্ত্বাবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রথম দফায় ১০ এবং

বুধবার দ্বিতীয় দফায় আরো পাঁচটি পরিবার নিজ দেশে ফিরে যায়। দুদিনে মোট ৭১ বিদেশি নাগরিক সীমান্ত পিলার ৩৭-এর ‘আমবাগান’ এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি তঞ্চঙ্গ্যা পরিবার বাংলাদেশে পালিয়ে আসে। তারা ঘুমধুমের বাইশফাঁড়ি তঞ্চঙ্গ্যাপাড়ায় আশ্রয় নেয়। তবে সাম্প্রতিক সময়ে নিজ এলাকার পরিস্থিতি শান্ত হওয়ায় তারা স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে।

কক্সবাজার ৩৪ বিজিবির তত্ত্বাবধানে স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে এবং সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এসব পরিবার নিজ ইচ্ছায় স্বদেশে ফিরে গেছে; তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি।

এদিকে ৩৪ বিজিবির অধীন বেশকটি সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা গেছে, অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারিসহ বিজিবি সদস্যদের টহল জোরদার আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত