কলেজ ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৪: ১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের ৯ সদস্যের নতুন কমিটিতে ৭ জনই নারী শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।।

বিজ্ঞাপন

এতে সভাপতি হয়েছেন কনিকা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান নুসরাত। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহ-সভাপতি হয়েছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর মিয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইকবাল হোসেন। নতুন এ কমিটিকে ৩০ দিনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কনিকা আক্তার বলেন, ছাত্রদলকে ঢেলে সাজাতে এবং লিঙ্গ বৈষম্য কমিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রদল নারী নেতৃত্বের প্রতি গুরুত্ব দিয়েছে। তবে নিরাপত্তাহীনতা এবং শঙ্কার বিষয় থাকে। ছাত্রদল এক্ষেত্রে অনেকটাই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। প্রতিনিয়ত নারী কর্মী বাড়ছে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী আমার দেশকে বলেন, নারী কর্মী বৃদ্ধির ক্ষেত্রে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। এ জন্য কয়েক দফা বিভিন্ন স্থানে আমরা কর্মীদের সঙ্গে বসছি। স্থানীয় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমরা সাংগঠনিক সফর শুরু করেছি। একদম গ্রাম অঞ্চলের নারীদের জন্য নিরাপদ ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি গড়তে আমরা বদ্ধ পরিকর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত