আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরশুরামে বিজিবির ধাওয়া, খাঁচাবন্দী ৯০টি পাখি ফেলে পালালেন যুবক

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরামে বিজিবির ধাওয়া, খাঁচাবন্দী ৯০টি পাখি ফেলে পালালেন যুবক

‎খাঁচায় বন্দী বন থেকে শিকার করা ৯০ টি শালিক পাখি। বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল শিকারী। হঠাৎ বিজিবি সদস্যদের উপস্থিতি খাঁচাগুলো ফেলে পালিয়ে যায় শিকারী।

বিজ্ঞাপন

‎ঘটনাটি ঘটেছে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ গুথুমা সীমান্তে। সোমবার(২৪ নভেম্বর) ভোরে শিকারী চক্রের হাত থেকে পাখিগুলো উদ্ধার করেন দক্ষিণ গুথুমা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা।

‎বিজিবি সূত্র জানায়, গুথুমা সীমান্তে টহল দলকে দেখে একজন ব্যক্তি বাঁশের ঝুড়ি ফেলে পালিয়ে যায়। খাঁচাগুলোতে আটক ৯০টি বন্য শালিক পাখি তাদের হেফাজতে নেয়। একটি খাঁচায় গাদাগাদি করে রাখায় ক্লান্ত আর নিস্তেজ হয়ে পড়ে পাখিগুলো। ভীত ছোট প্রাণগুলো নিঃশব্দে সাহায্য চাইছিল। টহল দলের সদস্যরা দেরি না করে সাবধানে ঝুড়ি খুলে পাখিগুলোকে বের করে ছেড়ে দেন খোলা আকাশে। মুক্ত হয়ে ৯০ টি শালিক পাখি ফিরে যায় আপন নীড়ে।

‎বিজিবির কাজ শুধু সীমান্ত পাহারা ও নিরাপত্তার গল্প নয়, কখনো সেটা মুক্ত আকাশে ডানা মেলে আপন ঘরে ফিরে যাওয়ার গল্প।

‎বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এটা কোন অভিযান ছিল না। সীমান্তের কঠোরতার ভেতরও বিজিবি বারবার প্রমাণ করে যে নিরাপত্তার পাশাপাশি মানবিকতাও সহানুভূতি তাদের দায়িত্বের অংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...