
উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টাকে হুমকি দেয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়।
আটক শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে।
জানা গেছে, ইমরানের সাথে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। ইমরান গোপালগঞ্জে গিয়ে বিভিন্ন মিটিং-মিছিলের ছবি তার ফেসবুক আইডিতে প্রচার করে। এদিকে আজ ভোরে ইমরান গ্রেপ্তার হলে ফেসবুকে পোস্ট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পুলিশ জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। সর্বশেষ গত রোববার (৯ ডিসেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান। এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের আরো ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে বলও জানা গেছে।
গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টাকে হুমকি দেয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়।
আটক শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে।
জানা গেছে, ইমরানের সাথে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। ইমরান গোপালগঞ্জে গিয়ে বিভিন্ন মিটিং-মিছিলের ছবি তার ফেসবুক আইডিতে প্রচার করে। এদিকে আজ ভোরে ইমরান গ্রেপ্তার হলে ফেসবুকে পোস্ট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পুলিশ জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। সর্বশেষ গত রোববার (৯ ডিসেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান। এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের আরো ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে বলও জানা গেছে।
গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুল্লাহ আল রাসেল। মঙ্গলবার (১১নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা ও ত্যাগীদের মূল্যায়নের দাবি জানানো হয়েছে। সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দাবি জানায়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান তারা।
১৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মিনিট আগে
আদালতে আত্মসমর্পণ করেও পার পেলেন না কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশেষ শ্রেণির ঠিকাদার আতিকুল ইসলাম ওরফে সিআইপি আতিক। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
৩৪ মিনিট আগে