আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মতলব উত্তর বিএনপির সভাপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)
মতলব উত্তর বিএনপির সভাপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব উত্তর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।

বিজ্ঞাপন

গতকাল ঢাকায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পূত্র, ১ কন্যা, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল ১০টায় নিশ্চিন্তপুর হাইস্কুল ও ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগরের সাবেক কমিশনার এবি ছিদ্দিকুর রহমান, মরহুমের বড় ছেলে মেহেদী হাসান সবুজ।

বিএনপি নেতা হাজী মঈন উদ্দীন টুনু, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, অধ্যক্ষ জাকির হোসেন জামাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুকুর পাটোয়ারী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির সহ-সভাপতি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব) মতিউর রহমান ঝন্টু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করে। জানাজা শেষে মরহুমকে তার গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাণ খুলে ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলের ঘটনায় ন্যাটোর ‘গভীর উদ্বেগ’

প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই: অলিউল্লাহ নোমান

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৭০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

দুমকিতে ভ্যান–অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন