সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করে বিএনপি নেতার গুদামঘর

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৪: ০৬

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও ভবন দখল করে গুদামঘর করেছেন বিএনপি খোকন শেখ। তিনি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরকাচিয়া গ্রামের দ.পূ. চরকাচিয়া এস. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ, পুরাতন ভবন ও নতুন ভবনের একাংশ দখল করেছেন খোকন শেখ ও তার পরিবার। সেখানে সয়াবিনের গুদামঘর হিসেবে ব্যবহার করছেন তারা। পাশাপাশি বিদ্যালয়ের জমির একাংশ দখল করে নিজ বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার করছেন। এছাড়া বিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় দুটি হার্বেস্টার মেশিন রেখেছেন আওয়ামী লীগ নেতা ফারুক শেখের ছেলে রুবেল শেখ।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই খোকন শেখ পরিবার বিভিন্নভাবে জমি দখল করে ব্যবহার করছে। পুরাতন ভবনকে গুদামঘর বানানো থেকে শুরু করে নতুন ভবনের অংশও দখলে নিয়েছে তারা। আইনকানুন বা বিচার–শালিশির তোয়াক্কা না করে রাজনৈতিক দলের প্রভাব ব্যবহার করে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

‎অভিযোগের বিষয়ে খোকন শেখ বলেন, আজই আমি বিদ্যালয় থেকে সয়াবিন, মেশিন ও বীজতলা সরিয়ে নেব। ভবিষ্যতে আর এমন কাজ করব না।

‎এ প্রসঙ্গে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম জানান, বিষয়টি প্রধান শিক্ষকের কাছ থেকে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত