চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রাপ্ত জেলার যুগ্ম সদস্য সচিব বিএম গোলাফ হেসেন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার কাওছার আহমেদ, মতলব উত্তর উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক মো. হানিফ এবং মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. আবুল কালাম।
ফরম সংগ্রহ শেষে বিএম গোলাফ হেসেন বলেন, এই আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণই ক্ষমতার মালিক তাদের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ সবসময় রাজপথে ছিল, এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, জনপ্রিয় নেতা নুরুল হক নুর আজও রাজপথে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এখনো দিচ্ছে। তাদের নেতৃত্বেই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তার নেতৃত্বে আমরা জনগণের কণ্ঠকে আরও শক্তিশালী করে তুলবো।
জনগণের সমর্থন ও ভালোবাসাকে শক্তি হিসেবে সামনে নিয়ে নির্বাচনি মাঠে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএম গোলাফ হেসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

