রায়পুরে শিক্ষক সংকটে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৬: ২১
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রায়পুর, লক্ষ্মীপুর।

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চরম শিক্ষক সংকটে ভুগছে। উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টিতেই নেই প্রধান শিক্ষক। এছাড়া দীর্ঘদিন ধরে ১৭টি সহকারী শিক্ষক পদের কোনো নিয়োগ দেওয়া হয়নি। এতে পাঠদান কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা।

‎শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রায়পুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২১টি। এসব বিদ্যালয়ে মোট অনুমোদিত সহকারী শিক্ষক পদ ৮২৯টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৮০৭ জন। ১৭টি পদ শূন্য অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। এদিকে প্রধান শিক্ষক না থাকায় ১৪টি বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত শিক্ষকরা, যাদের ওপর চাপ বেড়েছে বহুগুণে।

বিজ্ঞাপন

‎বিষয়টি নিয়ে জানতে চাইলে রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন,‎ ‘শিক্ষক সংকট নিরসনে আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত