আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রোববার দুপুরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ থেকে শুরু করে বাঙ্গরা বাজার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নিয়ে জেলা বিএনপির সদস্য আবু সায়েদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি ম‌নোনীত প্রার্থী নির্ধার‌ণে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আবদুল মান্নান বিগত অষ্টম, নবম ও একাদশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় তিনি অনুপস্থিত ছিলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কোন কাজ করেননি এবং ভোট দিতে কেন্দ্রেও যায়নি। নবীনগরের জনগণ ঘোষিত প্রার্থীকে ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে।

জেলা বিএনপির সদস্য মো. হজরত আলী বলেন, নবীনগরে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চরম হতাশা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি, ঘো‌ষিত প্রার্থী প‌রিব‌র্তন ক‌রে মাঠের জনপ্রিয়তা যাচাই বাছাই করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, কাজী নাজমুল হোসেন তাপসকে ম‌নোনয়ন দেওয়া হোক। অন্যথায় এই আস‌নে বিএন‌পিকে বিজয়ী করা ক‌ঠিন হ‌য়ে পড়‌বে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবো মনোনয়ন পরিবর্তনের আগ পর্যন্ত।

সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ বলেন, এই আসনে কাজী নাজমুল হোসেন তাপসের বিকল্প বিএনপির কোন প্রার্থী এখনো তৈরি হয়নি। আমাদের দাবি, পুনঃবিবেচনা ও জনপ্রিয়তার সঠিক তথ্য নিয়ে অবিলম্বে ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়া হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন