বাঁশখালীতে পরিবারতান্ত্রিক মনোনয়নের বিরুদ্ধে সরব ছাত্রনেতা আশিক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০: ৫৪
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১: ৪৬

বাঁশখালীতে পরিবারতান্ত্রিক মনোনয়নের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসি দাবি এবং তাদের নামে কটূক্তিকারীদের যারা সেফ এক্সিট দিয়েছিলো তাদেরকে যেন মনোনয়ন দেয়া না হয়।

শুক্রবার বিকেলে পুঁইছড়ি প্রেমবাজারে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

Student leader Ashiq 2

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষে মনোনয়নপ্রত্যাশী মফিজুর রহমান আশিক আরো বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের এক পরিবারতান্ত্রিক স্টাবলিশমেন্টের বিরুদ্ধে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের ফলে জনগণের ঘাড়ে চেপে বসা এক স্বৈরতান্ত্রিক পরিবারকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাঁশখালীতে একটি পরিবারকে প্রশ্ন করতে ও চ্যালেঞ্জ জানাতে এসেছি। কোনো আন্দোলন-সংগ্রামে অংশ না নিয়ে, শুধু বাপ-দাদার নাম ভাঙিয়ে বিএনপির মনোনয়ন কেউ পেতে পারে না। আওয়ামী লীগের সেই চেয়ারম্যান-এমপিরা, যারা তারেক রহমান ও খালেদা জিয়ার ফাঁসি দাবি করেছে এবং কটূক্তি করেছে—তাদের যেসব বিএনপি নেতা সেফ এক্সিট দিয়েছে কিংবা মামলার আসামি হতে দেয়নি, তারা কোনোভাবেই বিএনপির মনোনয়ন পাওয়ার যোগ্য নয়।

এর আগে তার নেতৃত্বে নাপোড়া বাজার থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেমবাজারে গিয়ে শেষ হয়।

Student leader Ashiq 1

সাবেক ছাত্রনেতা আশিক বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন বাঁশখালীর প্রতিটি শিশু শিক্ষা লাভ করবে; প্রতিটি পরিবার মর্যাদার সঙ্গে বাঁচবে; প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবায় সমান সুযোগ পাবে; এবং সকল মানুষ ন্যায়, শান্তি ও সমৃদ্ধির আলোয় আলোকিত জীবন যাপন করবে। পাহাড় থেকে উপকূল পর্যন্ত মানুষ একসঙ্গে কাজ করবে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও অগ্রগতির জন্য। এমন স্বপ্নের বাঁশখালীই হবে উন্নয়নের মডেল।

তিনি আরো বলেন, আমি বাঁশখালীর পশ্চিম, পূর্ব, উত্তর ও দক্ষিণের প্রতিটি মানুষকে রক্ষা করব। অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাব। জনগণের স্বাধীন মতপ্রকাশ ও অধিকার রক্ষায় আমি সর্বদা পাশে থাকব।

আশিক আরো বলেন, আপনারা যদি আমার ওপর আস্থা রাখেন, আমি আপনাদের কখনো পরিত্যাগ করব না। আমি স্বপ্ন দেখি, একদিন আমার প্রিয় বাঁশখালী হবে আশার, ন্যায়ের ও মানবতার আলোকবর্তিকা।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত