সড়কের পাশে পশুর হাট বসায় সীতাকুণ্ডে যানজট

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৩: ৫০

সড়কের পাশে পশুর হাট বসার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটে শত শত গাড়ি আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষেরা। যানজট নিরসনে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ সময় ঈদে ঘরমুখো দূরপাল্লার যাত্রীবাহী শত শত যানবাহন যানজটে আটকা পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। বিশেষ করে দূরপাল্লার মহিলা যাত্রীদের সাথে থাকা শিশুদের দুর্ভোগের শেষ ছিল না। যানজটের বিষয়ে অবগত হওয়ার সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পুলিশের সহযোগিতায় মহাসড়কের যানজট সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দেওয়ায় পর যানজট ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে। বিশেষ করে মহাসড়কের ওপর বিভিন্ন মিল কারখানার গাড়ি পার্কিং ও সড়কের পাশে গরু বাজারগুলোর কারণে এসব যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় এবং রাতেও মহাসড়কের কিছু কিছু জায়গায় যানজট দেখা গেছে।

মহাসড়কে যানজটের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে যানজটের বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যানজট সৃষ্টিকারীদের প্রাথমিকভাবে সতর্ক করি এবং আইন অমান্য করলে জরিমানা করার হুঁশিয়ারি প্রদান করি। বিশেষ করে মহাসড়কের ওপর গাড়ি পার্কিং ও সড়কের পাশে বসা গরু বাজারে কারণে যানজটের সৃষ্টি হয়। আমরা মহাসড়ক থেকে যানজটে আটকা পড়া গাড়িগুলো সরিয়ে দিলে ধীরে ধীরে যানজট চলাচল স্বাভাবিক হয়।

সীতাকুন্ড থানার ওসি মজিবুর রহমান আমার দেশকে বলেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন যানজট নেই। মহাসড়কে নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের জন্য পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত