আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধানের শীষে ভোট চেয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ধানের শীষে ভোট চেয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

কক্সবাজারে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী তাকে আটক করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে হত্যা মামলা, জুলাই বিপ্লবের মামলাসহ চাঞ্চল্যকর মামলা থাকলেও সরকার পতন পরবর্তী তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

বিগত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অজুহাতে তখনকার আরেক আলোচিত সমালোচিত ইউএনও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে কিছুদিন আড়ালে থাকেন।

সম্প্রতি সোহেল জাহান চৌধুরী খোলস থেকে বেরিয়ে এসে তার ঘরে উঠান বৈঠকের মাধ্যমে প্রকাশ্যে কক্সবাজার তিন আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের ধানের শীষের জন্য ভোট চান। যা ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তুলে এবং আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি করে।

সর্বশেষ গতকাল ২৮ জানুয়ারি দিনে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের অভিমত মূলত নিজের গ্রেফতার এড়াতে ও রাজনীতির মাঠে নতুনভাবে নিজকে প্রতিষ্ঠিত করতেই আলোচিত এ আওয়ামী লীগ নেতা রাতারাতি খোলস পাল্টে বিএনপির উপর মহলের সবুজ সংকেত পেয়ে ধানের শীষের জন্য ভোটের মাঠে নেমে নিজেকে শেষ রক্ষার চেষ্টা করেন। যা নিয়ে বিএনপির একটি অংশের মধ্যেও চাপা অসন্তোষ বিরাজ করছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন