চট্টগ্রামে তিন হেভিওয়েট নেতার উত্তরাধিকারী পেলেন বিএনপির মনোনয়ন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮: ১১

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে তিনটি আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন হেভিওয়েট নেতার উত্তরাধিকারী। তারা হলেন, হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। সালাউদ্দিনে কাদের চৌধুরী ২০০১ সালে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ওইসময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামর তিনটি আসন থেকে একসাথে এমপি নির্বাচিত হন। হুম্মাম কাদেরের দাদা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান সংসদের স্পীকার ছিলেন এবং মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হুম্মাম কাদের স্বৈরাচারী হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রবীন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে। তিনি সাবেক সিটি মেয়র ও ২০০১ সালে বিএনপি সরকারের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন। মীর নাছির বর্তমানে অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তার ছেলে এখন প্রভাবশালী বিএনপি নেতা।

অপরদিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পাওয়া মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা খালেদা জিয়ার মন্ত্রীসভার সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। জাফরুল ইসলাম ২০১০ সালে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি ছিলেন। মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত