চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দোকানিরা জানিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের তরকারি পট্টির শাহজালাল মার্কেট আগুন লাগে।
শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
আগুনে আবুল কালামের জুতার দোকান, জহিরের চা দোকান, ইউনুছ মাস্টারের টেইলার্সের দোকান এবং সজল বর্মনের সেলুন পুড়ে যায়।
প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় মতলব উত্তর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. নুরুল করিম।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, ছেংগারচর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনকে জানাই। পরে থানা পুলিশসহ সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

