কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে এটিএম মিজানুর রহমানের মনোনয়নের দাবিতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মী। এরফলে বৃহস্পতিবার বিকেলে প্রায় ৮ কিলোমিটার যানজটের কবলে পড়েছে মহাসড়ক।
উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, মিজানুর রহমান দুইবার উপজেলা চেয়ারম্যান ও ৭ বারের উপজেলা বিএনপির সভাপতি আছেন। কিন্ত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে কোনদিন চেয়ারে বসতে পারে নাই। আমরা চাই এবার ওনাকে ধানের শীষ প্রতীক দিয়ে এই আসনের নেতা হিসেবে বিএনপির হয়ে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক।
বুড়িচং উপজেলা মহিলা দলের নেত্রী কুলসুম আক্তার বলেন, আমরা এই আসনে এটিএম মিজানুর রহমানকে ধানের শীষের পারতি হিসেবে দেখতে চাই । মহিলা দলের শতাধিক নেত্রী আজকে আমরা এখানে এসেছি । মনোনয়ন না দিলে আমরা এই আসনের সকল মহিলা দলের নেত্রীরা রাজপথে অবস্থান নেব ।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ বলেন, কুমিল্লা- ৫ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে যোগ্য প্রার্থী নয় । এই আসনে বিএনপি বিজয়ী হতে হল বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দিতে হবে। কারন এই আসনে জনগণের সমর্থন মিজানুর রহমানের পক্ষে।
বুড়িচং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল বলেন, গত ১৭ বছর বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় তৃনমুলের নেতাকর্মীদের পাশে ছিলেন এটিএম মিজানুর রহমান। মিজানুর রহমান এই আসনের যোগ্য প্রার্থী। চূড়ান্ত মনোনয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটিএম মিজানুর রহমানকে কুমিল্লা- ৫ আসনে ধানের শীষ প্রতীক দিয়ে এই আসনটি নিশ্চিত করবেন বলে আশা করছি।
বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, তিন তারিখে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন আমরা মানি নাই মানবো না । তৃণমূলের জনগণের দাবি এই আসনে এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীক দিতে হবে । গত ১৭ বছর মিজানুর রহমান তৃণমূলের পাশে ছিলেন ।
ছবি: কুমিল্লা সিলেট মহাসড়ক থেকে তোলা।

