আ. লীগ নেতাকে আশ্রয় দিয়ে বহিষ্কার তাঁতী দল নেতা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২২: ৫৩

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ নেতাকে বাড়িতে আশ্রয় দেওয়ায় এক তাঁতী দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ওই দিন ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে তাঁতী দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সৈকতের বাড়ি থেকে ককটেলসহ গ্রেপ্তার হন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।

বিজ্ঞাপন

জানা গেছে, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

গত ৫ আগস্টের পর গা ঢাকা দেন। একপর্যায়ে পালিয়ে নোয়াখালী আসেন। সেখানে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। তার শ্যালক সৈকত তাঁতী দলের নেতা হওয়ায় প্রায় সাত মাস বেশ নিশ্চিন্তে ছিলেন ।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নোয়াখালীতে অবস্থান করে বিভিন্ন নাশকতা ও সরকারবিরোধী কার্যক্রমে অর্থায়নসহ নানাভাবে মদত দিয়ে আসছিলেন।

এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাঁতী দলের নেতা সৈকতের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে আলাউদ্দিনকে আটক করা হয়। তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়।

এ বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি এই কাজে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত