আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় আমার দেশ প্রতিনিধি আনছারের শিশু সন্তান

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় আমার দেশ প্রতিনিধি আনছারের শিশু সন্তান

দৈনিক আমার দেশ-এর কক্সবাজার স্টাফ রিপোর্টার আনছার হোসেনের ছোট সন্তান রিতাজ হোসেনের নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

রোববার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার নুনিয়াছড়ার বড় কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী রিতাজ হোসেনের জানাজা। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।

বিজ্ঞাপন

এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল, সাংবাদিক সহকর্মী, স্বজন ও স্থানীয় এলাকাবাসী। জানাজা শেষে একই কবরস্থানে মায়ের কবরের পাশেই রিতাজ হোসেনকে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রিতাজ হোসেন না ফেরার দেশে পাড়ি জমায়। এর আগে মাত্র ২ মাস ১৩ দিন আগে তার মা ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়ে রিতাজ। একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে টানা ২ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে ডিপ কোমায় চলে যায়। এরপর আর জ্ঞান ফেরেনি।

শনিবার বিকেলে অ্যাম্বুলেন্সযোগে রিতাজকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনা হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ নিয়ে যাওয়া হয় নুনিয়াছড়ার নিজ বাড়িতে।

স্ত্রীর মৃত্যুর ২ মাস ১৩ দিনের মাথায় একমাত্র পুত্রকে হারিয়ে সাংবাদিক আনছার হোসেন শোকে বিহ্বল হয়ে পড়েছেন। একের পর এক মৃত্যু পুরো পরিবারসহ সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন