আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাজারের আবর্জনার পাশে ২ বিদ্যালয়ে পাঠদান, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী-পথচারী

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

বাজারের আবর্জনার পাশে ২ বিদ্যালয়ে পাঠদান, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী-পথচারী

বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরঘেঁষে বাজারের সব ধরনের আবর্জনা ফেলায় ময়লা-আবর্জনার স্তূপের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী।

বাজার পরিচালনা কমিটির অবহেলায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন দুটি বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী এবং ব্যবসায়ীরা। দুটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, প্রতিদিন ক্লাস করার সময় সামান্য বাতাস হলেই ময়লা-আবর্জনার দুর্গন্ধে শ্রেণিকক্ষে থাকা যায় না।

বিজ্ঞাপন

আর বিদ্যালয়ের বাইরে গেলেও বাজারের আবর্জনার দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। দ্রুত এই আবর্জনা এখান থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, বাঙ্গালহালিয়া বাজারের ময়লা-আবর্জনা বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বাজার পরিচালনা কমিটিকে ময়লা-আবর্জনা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে বলেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন