কক্সবাজারের ঈদগাঁও বাজারে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার শিকার হয়েছেন কতিপয় কাপড় দোকানদার। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রির দায়ে বিভিন্ন দোকানদারকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

