আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, চালক আটক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

নড়িয়ায় ট্রাকচাপায়  নিহত ১, চালক আটক

শরীয়তপুরের নড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে।

শুক্রবার আনুমানিক সকাল ৭টার দিকে নড়িয়া–শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে। তিনি নড়িয়া বাজারের একজন পরিচিত ফল ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো সে দিনও তিনি ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন।

জানা যায়, নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তেই ট্রাকের নিচে চলে যান। ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন