আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার সেন্টমার্টিন উপকূল থেকে ১৮ জেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

এবার সেন্টমার্টিন উপকূল থেকে ১৮ জেলেকে অপহরণ

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আবারও অপহরণের শিকার হয়েছেন বাংলাদেশি ১৮ জন জেলে। একই সাথে ৩টি মাছ ধরার ট্রলারও নিয়ে গেছে তারা।

রোববার সন্ধ্যার পর কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম ও পূর্ব দিকে সাগরের অংশ থেকে তাদের তুলে নিয়ে যায় আরাকান আর্মি।

বিজ্ঞাপন

ট্রলার ৩টির মালিক সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীন। প্রত্যেক ট্রলারে ৬ জন করে জেলে ছিলেন।

সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে সেন্টমার্টিনে পশ্চিম ও পূর্ব সাগরে জেলেরা মাছ ধরছিলেন। ওই সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে বাংলাদেশি মালিকানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায়।

তার মতে, ঘটনার খবর পেয়ে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন সাংবাদিকদের জানান, সাগর থেকে আবারও আরাকান আর্মি সদস্যরা জেলেদের আটক করেছে শুনেছি। তবে মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক হতে হবে। ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইতঃপূর্বে আগস্ট মাসেই আরও ৫৬ জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করে নিয়ে গেছে। সর্বশেষ ১৮ জনসহ সেই সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে। তবে তাদের কাউকেই এখনও পর্যন্ত ছাড়িয়ে আনা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন