চট্টগ্রামে জোয়ারে তলিয়ে গেছে নিচু এলাকা, বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে পানি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৪: ৫১
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৪: ৫২

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিভিন্ন নিচু এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে পানি ঢুকে পড়েছে বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু আর পূর্ণিমার কারণে কয়েকদিন ধরেই জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা থাকলে ৩ থেকে ৪ ফুট বেশি। ফলে নগরীর খালগুলো জোয়ারের সময় ভরে থাকছে।

সোমবার সকালে জোয়ারের সময় বৃষ্টিপাত হওয়ায় পানি নামতে পারেনি সময় মতো। ফলে নিচু এলাকাগুলোতে পানি জমেছে। তবে ভাটার সঙ্গে সঙ্গে পানি নেমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সরেজমিনে দেখা গেছে নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, বাকুলিয়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি জমে আছে। বিভিন্ন যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যাওয়ায় কয়েকটি এলাকায় যানজট তৈরি হয়েছে।

ভুক্তোভোগীরা জানান, আগের বছরগুলোতে এসব এলাকায় বৃষ্টি হলেই বুক পানিতে নিমজ্জিত হতো। এবছর প্রথমবারের মতো রাস্তায় পানি উঠেছে।

চকবাজার এলাকার ব্যবসায়ী হাসান আলী জানান, গতকাল সকাল থেকেই থেমে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। তবে আজ সকাল ৮টার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। ৯টার পর থেকেই নালা ও খাল উপচে পানি উঠে পড়ে রাস্তাঘাটে। অল্প সময়ের মধ্যেই হাটু পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। একই কথা জানান বন্দর এলাকার ওমর ফারুখ ও আগ্রাবাদের বাসিন্দা মোহাম্মদ নাজমুল।

আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন কুমার রায় জানান, সকাল ৯ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫৬ দশমিক ০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে ৯টার পর। একইসাথে ৯টা ১০ মিনিটে সাগরে জোয়ার শুরু হয়। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় নিচু এলাকাগুলোর পানি সময়মতো নামতে পারেনি। ফলে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভাটার সঙ্গে সঙ্গে পানি নেমে যাবে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত