কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আসনের তিতাস উপজেলার বাতাকান্দিস্থ গৌরিপুর-হোমনা সড়কে এ বিক্ষোভ মিছিল করেন মনোনয়ন-প্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের অনুসারীরা।
মিছিলটি উপজেলার বাতাকান্দি বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু হয়ে বাতাকান্দি বাজার ও গৌরিপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে টেগুরিয়া পাড়া গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজার হাজার জনগণ।
সমাবেশে বিএনপি ঘোষিত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, কুমিল্লা-২ আসনে জনগণের প্রার্থী ইঞ্জিনিয়ার মতিন খানকে বঞ্চিত করে বহিরাগতকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে ইঞ্জিনিয়ার মতিন খানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।

