বোয়ালখালীতে উপদেষ্টা ফারুক ই আজম

‘শহীদ ওমরের মতো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত’

উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৭: ২৫

মুক্তিযোদ্ধা বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, শহীদ ওমরের মতো ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, বাংলাদেশের মানুষ হাসিনা সরকারের নৃশংসতা ও শৃংখল থেকে মুক্তি পেয়েছে এদেশের মানুষ আগামীতে নতুন একটি বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বোয়ালখালীর আঁকুবদন্ডী গ্রামের বাড়িতে ঈদের শুভেচ্ছা ও উপহার শহীদ ওমরের মায়ের হাতে তুলে দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি ওমরের মায়ের সাথে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন, উপহার তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার, বোয়ালখালী থানার জামায়াতের আমীর ডাক্তার খোরশেদ আলম, নায়েবে আমীর ও চট্টগ্রাম ৮ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু নাসের, মোহাম্মদ নাজিম উদ্দিন, আবু সিদ্দিক বাবুল, মাওলানা নুরুল কবির, ইব্রাহিম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত