ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৬: ৩৮
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৬: ৩৮

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

বুধবার দুপুর ১২টা থেকে চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দূরপাল্লার বাস ও মিনিবাসের চালকরা যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামার কারণে খণ্ড খণ্ড যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে চট্টগ্রামগামী লেনে যানের জটলা বাঁধে। ধীরে ধীরে চান্দিনা থেকে মাধাইয়া অতিক্রম করে ইলিয়টগঞ্জ পর্যন্ত যানজটের বিস্তার ঘটে।

যাত্রীরা বলেন, ‘একে রোজা, এর মধ্যে তীব্র গরম। আবার যানজটে আটকা পড়েছি। অবস্থাটা কী হতে পারে অনুমান করেন। আমরা একটি যানজটমুক্ত নিরাপদ সড়ক চাই। যানজট নিরসনে প্রশাসনকে আরও ভূমিকা রাখতে হবে।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ বলেন, মূলত মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ায় চান্দিনা বাজারে যানজট হয়। কুমিল্লার স্থানীয় বাস, অটোরিকশা চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকার কারণেও এ সমস্যা লেগে থাকে। তবে আমরা যানজট নিরসনে সবসময় কাজ করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত