চাঁদপুরের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক থেকে উল্টে খালে পড়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৭ জন আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মতলব- পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রীজের নিকট দুর্ঘটনাটি ঘটে।
জৈনপুর পরিবহন ( ঢাকা মেট্রো -১৪৭১) নামে একটি যাত্রীবাহী বাসটি ৩০-৫৫ জন যাত্রী নিয়ে বাবুরহাট থেকে মতলব হয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে উল্টে খালে পড়ে যায়।
আহতদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের রাকিব (২৫),নওগাঁও গ্রামের রুবি বেগম(৪৯),ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা কামাল(৬৫) ও লাভলু(৪৫),হাইমচর উপজেলার ইয়াসমিন আক্তার (২৪) ও তার ছেলে বায়েজিদ (৩), চাঁদপুর সদর উপজেলার সফিকর রহমান (৪০) মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়ার পর তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আরো ৮ থেকে ১০ জন চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ব্রীজে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রতন চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসায় ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযেগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে চালক ও বাসের সহকারী পলাতক রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

