কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ১৮টি বিভাগ চালুর সুপারিশ

প্রতিনিধি, কুবি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০৯
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন করে ১৮টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট চালুর সুপারিশ দিয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার ভিত্তিতে ল্যাবভিত্তিক বিভাগের আসন সংখ্যা ৪০ এবং ল্যাববিহীন বিভাগের আসন সংখ্যা ৫০ করারও সুপারিশ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১২টি বিভাগে পিএইচডি চালুর সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সম্প্রসারিত নতুন ক্যাম্পাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়। অ্যাকাডেমিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বিজ্ঞান অনুষদে ৩টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩টি, কলা ও মানবিক অনুষদে ৩টি, ব্যবসায় অনুষদে ৪টি, প্রকৌশল অনুষদে ৪টি এবং আইন ও বিচার অনুষদের অনুষদে ১টি বিভাগ চালুর সুপারিশ করা হয়েছে৷

বিভাগসমূহ হলো: পরিবেশ বিজ্ঞান বিভাগ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

কলা ও মানবিক অনুষদে ইসলামী স্টাডিজ ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ ও দর্শন বিভাগ। ব্যবসায় অনুষদে আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বিজনেস ইনফরমেটিকস বিভাগ ও লজিস্টিকস ও মার্চেন্ডাইজিং বিভাগ।

প্রকৌশল অনুষদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আইন ও বিচার অনুষদে অপরাধবিদ্যা ও ফৌজদারি বিচার বিভাগ চালুর অনুমোদন দেয়া হয়েছে।

অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশের বিষয়ে জানতে চাইলে ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আজকের সভায় নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালুসহ বেশ কিছু সুপারিশ গৃহীত হয়েছে। এগুলো আমরা ইউজিসির কাছে পাঠাবো। তারা অবকাঠামো ও শিক্ষক-কর্মকর্তা ও জনবলের বিষয়টি যাছাই-বাছাই করে অনুমোদন দেবেন।’

আসন সংখ্যা কমানোর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের কলেবর বাড়াতে চাই। আসন সংখ্যা কমানোর বিষয়টি ইউজিসির নির্দেশনা’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত