আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় যুবকের দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বয়সী ওই যুবকের লাশ রেললাইনের ওপর পড়ে ছিল। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছেন না। কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন সেটিও তারা বলতে পারছেন না। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...