আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে নির্বাচনি পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আপনাদেরই ঘরের সন্তান। ধর্ম-বর্ণ কিংবা দল-মতের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। রাজনীতিতে যেন কেউ ব্যাংক ডাকাতের মতো ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য নির্বাচন ও ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজ জন্মস্থান রসুলপুর ইউনিয়নের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। এখানে প্রায় ২২ হাজার ভোটার রয়েছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিলে বিজয় নিশ্চিত করা সহজ হবে।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে নির্বাচন করছি। প্রতিদিন অন্তত ১০ জন ভোটারের সঙ্গে কথা বলে আমার প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করার চেষ্টা করবেন।

এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন