আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তিতাসে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তিতাসে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুমিল্লার তিতাসে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

শুক্রবার বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামবাসীর ব্যানারে বাতাকান্দি বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

বিজ্ঞাপন

মিছিলটি গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে বাতাকান্দি সবুজ বাংলা রেস্তোরাঁর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তি। তারা নারী-শিশুসহ বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। পরে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতায় দোয়া-মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...