আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

আমার দেশ অনলাইন

গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে যাওয়া শিশু মুহাম্মদ মেজবাহ মারা গেছে।

বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এলাকায় গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত বসতঘরের কাছাকাছি সুপেয় পানির জন্য সরকারি খরচে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়।

টিলাভূমি হওয়ায় পানির উৎসের জন্য সেখানে গভীর গর্ত খনন করা হয়। তবে গর্তটি দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। খেলতে খেলতে শিশু মেজবাহ ওই গর্তে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী তালেব বলেন, “শিশুটি গর্তে পড়ার পর আমরা তার কান্নার শব্দ শুনেছি। কিন্তু গর্তটি খুব গভীর হওয়ায় স্থানীয়ভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সে গর্তের আরও নিচে তলিয়ে যায়।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন