ফরিদগঞ্জে ৯২ বস্তা সরকারি চাল জব্দ, ২ ব্যবসায়ীর জেল-জরিমানা

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চঁদপুর)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৯২ বস্তা (২৭৮৫ কেজি) সরকারি আতপ চাল জব্দ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়। এ ঘটনায় দোকান পরিচালনাকারী সাইফুল ইসলামকে তিন মাসের জেল এবং পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত চালগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করে গুদামজাত করা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত