আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের সহসভাপতি

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের  সহসভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মনোনয়নপত্র নিয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

শরাফ উদ্দিন আযাদ সোহেল রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের ১৭ বছরে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে টানা দুইবার উপজেলা চেয়ারম্যানের পদ দখল করেন।

ক্ষমতার দাপট দেখিয়ে ১৭ বছর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে রামগতিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা মামলা করে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন চালান সোহেল। আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল অনেকটা আত্মগোপনে ছিলেন। হঠাৎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতার মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে সমালোচনার ঝড়।

এ ব্যাপারে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, তিনি এ উপজেলায় নতুন এসেছেন। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর

খুঁজুন