আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে’

জেলা প্রতিনিধি, কুমিল্লা
‘বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে’

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্যসংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাদ্য উপদেষ্টা বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্যগুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্যগুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুততম সময়ে কাজ করবেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছারসহ খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন