‘বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে’

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ২২: ২১

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্যসংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাদ্য উপদেষ্টা বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্যগুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্যগুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুততম সময়ে কাজ করবেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছারসহ খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত