আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুরাদনগরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

মুরাদনগরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬), একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ(০৪)। তারা আপন খালাতো ভাই-বোন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকেলে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে। এসময় আশেপাশের পুকুর গুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে ৬টা ৪৫ মিনিটে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন |

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...